টেলিটক মেয়াদহীন ইন্টারনেট প্যাক কেনার



টেলিটক সব সময়ই গ্রাহকবান্ধব কলরেট এবং ডাটা প্যাকেজ উপহার দিয়ে থাকে। এছাড়া কোম্পানিটি বিভিন্ন সময় ফ্রি মোবাইল সংযোগ বা সিম কার্ডও দিয়ে আসছে। সাম্প্রতিককালে টেলিটক ৫জি চালুর মাধ্যমে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নেয়ার কাজ শুরু করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এই মোবাইল অপারেটরের বর্তমান আলোচিত বিষয় হচ্ছে এর আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজ

হ্যাঁ, আপনি যদি আগে না জেনে থাকেন তাহলে এখন জেনে নিন। টেলিটক সম্প্রতি মেয়াদহীন ইন্টারনেট ডাটা প্ল্যান চালু করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন উপলক্ষ্যে টেলিটক নিয়ে এসেছে আনলিমিটেড মেয়াদে ডাটা অফার! অর্থাৎ আপনার টেলিটক সিম যতদিন চালাবেন ততদিন আপনার এই প্যাকেজের ডাটার মেয়াদ ফুরাবেনা। বলতে পারেন, আজীবন মেয়াদ!

যদিও টেলিটক বলেছে যে তারা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে এই চমকপ্রদ ডাটা প্ল্যান চালু করেছে, তবে তারা বলেনি যে এই অফারটি কতদিন ধরে চলবে। অর্থাৎ, এই আজীবন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ কতদিন ধরে গ্রাহকরা চালু করতে পারবেন তা জানায়নি টেলিটক। তারা এটিকে একটি “অফার” হিসেবে চালু করেছে। টেলিটক কাস্টমার কেয়ার থেকে বলা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অফারটি চলবে।



আশা করছি এই মেয়াদহীন ইন্টারনেট প্যাক কেনার সুযোগ সব সময়ই চালু রাখবে টেলিটক। বর্তমানে দুটি আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাক কেনা যাচ্ছে টেলিটকে। এই দুইটি প্যাক হচ্ছে ৬ জিবি এবং ২৬ জিবি। উভয় প্যাকই আপনি যতদিন ইচ্ছা রেখে ব্যবহার করতে পারবেন। মেয়াদ নিয়ে কোনো চিন্তা করতে হবেনা।

YouTube Channel: https://www.youtube.com/@TechRuhullah

Facebook: https://www.facebook.com/mdruhullah02

Page Follow: https://www.facebook.com/techruhullah1

WhatsApp: 01814895753

Skype: mdruhullah1991

Telegram: http://t.me/MDRUHULLAH

Mail: mdruhullah555@gmail.com

Instagram: @mdruhullah01

Tiktok: @md_ruhullah

No comments

Powered by Blogger.